ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

মুস্তাফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২০ অক্টোবর ২০২০

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান এমপির ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে সন্দ্বীপের সংসদ সদস্য নির্বাচিত হন। 

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ কমার্স ব্যাংকসহ বহু আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের উদ্যোগে আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় বিশেষ স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, এতিমখানায় খাবার বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি